-->

business

2 ১ বলে ২৮৬ রান!

নিজেদের ক্রিকেট দেখার অভিজ্ঞতা থেকে বলুন তো একটি নির্দিষ্ট বলে ব্যাটসম্যানদের সর্বোচ্চ কত রান নিতে দেখেছেন? উত্তর কোনোমতেই দুই অঙ্ক ছাড়াবে না বলে বিশ্বাস। কারণ আধুনিক ক্রিকেটে একটি নির্দিষ্ট বলে সর্বোচ্চ তিন কি চার রানের বেশি নিতে কোনো ব্যাটসম্যানকেই কেউ দেখেনি। ওভার থ্রো বা অন্যান্য অস্বাভাবিক কারণে পাঁচ-ছয় রান অবশ্য হয়, কিন্তু এমন ঘটনার সংখ্যা হাতে গুনেই বলে দেওয়া যাবে। কিন্তু ক্রিকেটে যে এক বলে ২৮৬ রান নেওয়ার ঘটনা ঘটেছে! কী, অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতোই ঘটনা। অস্বাভাবিক ও অভাবনীয় এক ঘটনা। অবিশ্বাস করলে করতে পারেন, কিন্তু এ ব্যাপারে সংবাদপত্রভিত্তিক প্রমাণ আছে ক্রিকেট দুনিয়ার সামনে।

প্রথম শ্রেণির ক্রিকেট অবশ্য এক বলে ১০ রানের বেশি স্বীকার করে না। মানে এক বলে সর্বোচ্চ ১০ রান নেওয়া হয়েছিল বলেই প্রথম শ্রেণির ক্রিকেটের আনুষ্ঠানিক নথিপত্রে লিপিবদ্ধ আছে। ইংল্যান্ডের ফোর সাময়িকীর একটি ফিচারে সামারভিল গিবনে নামের এক ক্রিকেট লেখক ঘোষণার মতো করেই বলেছেন, ‘কোনো সন্দেহ নেই ক্রিকেটে এক বলে সর্বোচ্চ ৯৩ রান নেওয়ার ঘটনাও আছে।’ কিন্তু লন্ডন থেকে প্রকাশিত ‘পলমল গেজেট’ নামের একটি পত্রিকা তাদের ১৮৯৪ সালের ১৫ জানুয়ারি সংখ্যায় ওই এক বলে ২৮৬ রানের অবিশ্বাস্য খবরটা প্রকাশ করেছে।

ঘটনার স্থান অস্ট্রেলিয়া। পশ্চিম অস্ট্রেলিয়া বনাম ভিক্টোরিয়ার একটি প্রথম শ্রেণির ম্যাচে এ ঘটনাটি ঘটে। খেলাটি এমন একটি মাঠে হচ্ছিল যার মধ্যে একটি বড় গাছের কিছু অংশ এসে পড়েছিল। আর এ কারণেই এমন অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছিল বলে অভিমত ছিল পলমল গেজেটের। ম্যাচের প্রথম বলেই ভিক্টোরিয়ার ব্যাটসম্যানের শটে বল সোজা গাছে গিয়ে আশ্রয় নেয়। এ সময় পশ্চিম অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা আম্পায়ারের কাছে বল হারিয়ে যাওয়ার কথা জানালেও আম্পায়ার তাতে রাজি হননি। কারণ গাছের ডালে আটকে থাকা বলটি খুব ভালোভাবেই চোখে পড়ছিল আম্পায়ার সাহেবের। এমন ফ্যাসাদের মধ্যেই ভিক্টোরিয়ার দুই ব্যাটসম্যান রান তোলার ম্যারাথন প্রচেষ্টায় নামেন। দুই ব্যাটসম্যান হাঁপিয়ে যাওয়ার আগ পর্যন্ত নিজেদের মধ্যে জায়গা বদল করতে থাকেন। থামার পর দেখেন তাঁরা দুজন নিজেদের মধ্যে জায়গা বদল করেছেন ২৮৬ বার।
গাছ থেকে বল নামাতে মূল দেরিটা হয়েছে কুড়াল খুঁজতে গিয়ে। বলটা দুটি ডালের মধ্যে এমন একটা জায়গায় আটকে ছিল যা বের করতে কুড়ালের প্রয়োজন দেখা দেয়। কিন্তু পশ্চিম অস্ট্রেলিয়া দলের লোকজন ঠিক ওই মুহূর্তে কুড়াল খুঁজে পাচ্ছিলেন না কোথাও। কুড়াল খুঁজে পেতে আনতে আনতেই ২৮৬ রান নেওয়া হয়ে যায় ভিক্টোরিয়ানদের। এ ক্ষেত্রে তাদের আফসোস হয়তো ছিল, ইশ্ ৩০০ রানটা করা গেল না।
ঘটনা এখানেই শেষ নয়। এক বলে ২৮৬ রান করার পরপরই ইনিংস ঘোষণা করে দেয় ভিক্টোরিয়া। ইনিংসে মাত্র এক বল হওয়ার এই ঘটনাও ক্রিকেটে একটা রেকর্ড। ভিক্টোরিয়া এই ম্যাচটি শেষ পর্যন্ত জিতেও ছিল।
পলমল গেজেটে প্রকাশিত এ ঘটনাটি নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্কও আছে। সবচেয়ে বড় বিতর্কের জন্ম দেয় এই মর্মে যে ঘটনাস্থল অস্ট্রেলিয়া হলেও এই সংবাদটি অস্ট্রেলিয়ার কোনো স্থানীয় সংবাদপত্রে কেন আগে প্রকাশিত হলো না। পার্থের একটি পত্রিকা পলমল গেজেটে সংবাদটি বের হওয়ার প্রায় দুই মাস পর এ-সংক্রান্ত একটি সংবাদ পরিবেশন করে। সেখানে বলা হয়, ‘কোনো এক রূপকথা লেখক লন্ডনে বসে গাঁজায় দম দিয়ে এ সংবাদটি তৈরি করেছে।’ পলমল গেজেট অবশ্য পার্থের ওই পত্রিকাটির বক্তব্যের প্রতিবাদ করেছিল। প্রতিবাদ যেহেতু করেছিল, এ-সংক্রান্ত প্রমাণও নিশ্চয়ই তাদের হাতে ছিল।
এত বছর পরে সেই প্রমাণ হাতে না পাওয়ায় গিনেস বুকে এ-সংক্রান্ত কোনো রেকর্ড লিপিবদ্ধ করা সম্ভব হয়নি। তবে এই মুহূর্তে ক্রিকেটে এক বলে সর্বোচ্চ রানের রেকর্ড লেখা আছে—১৭। অস্ট্রেলিয়ার একটি ক্লাব ম্যাচে সংঘটিত এই ঘটনার পূর্ণ বিবরণ লেখা আছে ১৯৯২ সালের গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস সংস্করণে।

2 comments:

 

About Author

Rank

Support Us

All in One BD Copyright © 2013- All Rights Reserved
Designed by: MohammadFazle Rabbi | Powered by: Blogger Spice