সাধারণ বিজ্ঞান
* পেঁচা দিনে দেখতে পারে না, কারণঃ পেঁচার চোখে রডস এর সংখ্যা কম, কোনসের সংখ্যা বেশি।
* বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নামঃ রাজ কাঁকড়া।
* একজন পূর্ণ বয়ষ্ক মানুষের দেহে রক্ত থাকেঃ ৫-৬ লিটার
* চোখে মেলে ঘুমায়ঃ মাছ
* সবচেয়ে ক্ষুদ্র জীব কোষঃ মানুষের ডিম্বাণু
* সবচেয়ে বড় কোষঃ উটপাখির ডিম
* কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্যঃ লৌহ।
* যে হরমোনের প্রভাবে মেয়েদের অঙ্গ সৌষ্ঠব বৃদ্ধিপায়ঃ ইস্ট্রোজেন।
* “সবুজ গ্রহ” বলা হয়ঃ ইউরেনাস-কে।
* সৌরজগত এর দ্রুততম গ্রহঃ বুধ
* “গ্রহ রাজ” বলা হয়ঃ বৃহষ্পতি-কে।
* যে গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশিঃ শনি (৫৩ টি)
* শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধুমকেতুঃ হেল-বপ
* “পৃথিবীর জমজ” নামে পরিচিতঃ শুত্র
* পৃথিবীর নিকটতম গ্রহঃ শুক্র
* সূর্যের তৃতীয় নিকটতম গ্রহঃ পৃথিবী
* সৌরজগত আবিষ্কার করেনঃ নিকোলাস কোপারনিকাস।
* বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মিস্ত্রিরা সাধারণত হাতে কী ব্যবহার করে থাকেন: রাবারের দস্তানা
* ডায়রিয়া হলে রোগীর দেহ থেকে কী বেরিয়ে যায়: পানি ও লবণ
* স্নেহ পদার্থ পরিপাক হয়ে কোনটিতে পরিণত হয়: ফ্যাটি এসিড
* ডিমের হলুদ অংশে কী পাওয়া যায়: ফসফরাস
* কাপ্তাই পানিবিদ্যুৎ স্থাপনায় বিদ্যুৎ উৎপাদনের জন্য: জলাধারে পানি জমিয়ে রাখা হয়
* খাবার পরিপাকের জন্য নিচের কোনটি অপরিহার্য: পানি
* নিউক্লিয়াসের মধ্যে লম্বা সুতার মতো বস্তুগুলোকে কী বলে: ক্রোমোসোম
* কিসের সাহায্যে ইথানল পুরোপুরি জারিত হয়ে শক্তি, কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে: অতিরিক্ত অক্সিজেন
* হৃদ্যন্ত্রের সংকোচনকে বলা হয়- সিস্টোল
* উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয়: ফ্যাটি এসিড ও গ্লিসারল
* বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নামঃ রাজ কাঁকড়া।
* একজন পূর্ণ বয়ষ্ক মানুষের দেহে রক্ত থাকেঃ ৫-৬ লিটার
* চোখে মেলে ঘুমায়ঃ মাছ
* সবচেয়ে ক্ষুদ্র জীব কোষঃ মানুষের ডিম্বাণু
* সবচেয়ে বড় কোষঃ উটপাখির ডিম
* কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্যঃ লৌহ।
* যে হরমোনের প্রভাবে মেয়েদের অঙ্গ সৌষ্ঠব বৃদ্ধিপায়ঃ ইস্ট্রোজেন।
* “সবুজ গ্রহ” বলা হয়ঃ ইউরেনাস-কে।
* সৌরজগত এর দ্রুততম গ্রহঃ বুধ
* “গ্রহ রাজ” বলা হয়ঃ বৃহষ্পতি-কে।
* যে গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশিঃ শনি (৫৩ টি)
* শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধুমকেতুঃ হেল-বপ
* “পৃথিবীর জমজ” নামে পরিচিতঃ শুত্র
* পৃথিবীর নিকটতম গ্রহঃ শুক্র
* সূর্যের তৃতীয় নিকটতম গ্রহঃ পৃথিবী
* সৌরজগত আবিষ্কার করেনঃ নিকোলাস কোপারনিকাস।
* বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মিস্ত্রিরা সাধারণত হাতে কী ব্যবহার করে থাকেন: রাবারের দস্তানা
* ডায়রিয়া হলে রোগীর দেহ থেকে কী বেরিয়ে যায়: পানি ও লবণ
* স্নেহ পদার্থ পরিপাক হয়ে কোনটিতে পরিণত হয়: ফ্যাটি এসিড
* ডিমের হলুদ অংশে কী পাওয়া যায়: ফসফরাস
* কাপ্তাই পানিবিদ্যুৎ স্থাপনায় বিদ্যুৎ উৎপাদনের জন্য: জলাধারে পানি জমিয়ে রাখা হয়
* খাবার পরিপাকের জন্য নিচের কোনটি অপরিহার্য: পানি
* নিউক্লিয়াসের মধ্যে লম্বা সুতার মতো বস্তুগুলোকে কী বলে: ক্রোমোসোম
* কিসের সাহায্যে ইথানল পুরোপুরি জারিত হয়ে শক্তি, কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে: অতিরিক্ত অক্সিজেন
* হৃদ্যন্ত্রের সংকোচনকে বলা হয়- সিস্টোল
* উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয়: ফ্যাটি এসিড ও গ্লিসারল
বিভিন্ন ধরনের মিটার
নাম
|
কাজ
|
সীসমোগ্রাফ
|
ভুমিকম্পের গতি ও তীব্রতা মাপার যন্ত্র।
|
ব্যারোমিটার
|
বায়ুর গতি মাপার যন্ত্র।
|
সেক্সট্যান্ট
|
অক্ষাংশ মাপার যন্ত্র।
|
ক্রোনোমিটার
|
সময় মাপার যন্ত্র।
|
থার্মোমিটার
|
তাপমাত্রা মাপার যন্ত্র।
|
ক্যালরিমিটার
|
তাপ মাপার যন্ত্র।
|
ল্যাক্টোমিটার
|
দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্র।
|
ভেলাডোমিটার
|
বেগ মাপার যন্ত্র।
|
স্পিডোমিটার
|
দ্রুতি মাপার যন্ত্র।
|
এক্সিলারোমিটার
|
ত্বরণ মাপার যন্ত্র।
|
হাইড্রোমিটার
|
পানির ঘনত্ব মাপার যন্ত্র।
|
রিখটার স্কেল
|
ভূমিকম্পের মাত্রা মাপার যন্ত্র।
|
ওডোমিটার/
Rain
Gauge |
বৃষ্টিপাত মাপার যন্ত্র।
|
টেকোমিটার
|
উড়োজাহাজের গতি মাপার যন্ত্র।
|
পাইটোমিটার
|
জল জাহাজের গতি মাপার যন্ত্র।
|
এনিমোমিটার
|
বায়ুর গতি মাপার যন্ত্র।
|
এটিনোমিটার
|
শব্দের গতি মাপার যন্ত্র।
|
ফটোটেলিগ্রাফ
|
আলোর গতি মাপার যন্ত্র।
|
0 comments:
Post a Comment