-->

business

0 সাধারণ বিজ্ঞান

সাধারণ বিজ্ঞান

* পেঁচা দিনে দেখতে পারে না, কারণঃ পেঁচার চোখে রডস এর সংখ্যা কম, কোনসের সংখ্যা বেশি।
* বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নামঃ রাজ কাঁকড়া।
* একজন পূর্ণ বয়ষ্ক মানুষের দেহে রক্ত থাকেঃ ৫-৬ লিটার
* চোখে মেলে ঘুমায়ঃ মাছ
* সবচেয়ে ক্ষুদ্র জীব কোষঃ মানুষের ডিম্বাণু
* সবচেয়ে বড় কোষঃ উটপাখির ডিম
* কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্যঃ লৌহ।
* যে হরমোনের প্রভাবে মেয়েদের অঙ্গ সৌষ্ঠব বৃদ্ধিপায়ঃ ইস্ট্রোজেন।
* “সবুজ গ্রহ” বলা হয়ঃ ইউরেনাস-কে।
* সৌরজগত এর দ্রুততম গ্রহঃ বুধ
* “গ্রহ রাজ” বলা হয়ঃ বৃহষ্পতি-কে।
* যে গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশিঃ শনি (৫৩ টি)
* শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধুমকেতুঃ হেল-বপ
* “পৃথিবীর জমজ” নামে পরিচিতঃ শুত্র
* পৃথিবীর নিকটতম গ্রহঃ শুক্র
* সূর্যের তৃতীয় নিকটতম গ্রহঃ পৃথিবী
* সৌরজগত আবিষ্কার করেনঃ নিকোলাস কোপারনিকাস।
* বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মিস্ত্রিরা সাধারণত হাতে কী ব্যবহার করে থাকেন: রাবারের দস্তানা
* ডায়রিয়া হলে রোগীর দেহ থেকে কী বেরিয়ে যায়: পানি ও লবণ
* স্নেহ পদার্থ পরিপাক হয়ে কোনটিতে পরিণত হয়: ফ্যাটি এসিড
* ডিমের হলুদ অংশে কী পাওয়া যায়: ফসফরাস
* কাপ্তাই পানিবিদ্যুৎ স্থাপনায় বিদ্যুৎ উৎপাদনের জন্য: জলাধারে পানি জমিয়ে রাখা হয়
* খাবার পরিপাকের জন্য নিচের কোনটি অপরিহার্য: পানি
* নিউক্লিয়াসের মধ্যে লম্বা সুতার মতো বস্তুগুলোকে কী বলে: ক্রোমোসোম
* কিসের সাহায্যে ইথানল পুরোপুরি জারিত হয়ে শক্তি, কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে: অতিরিক্ত অক্সিজেন
* হৃদ্যন্ত্রের সংকোচনকে বলা হয়- সিস্টোল
* উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয়: ফ্যাটি এসিড ও গ্লিসারল
বিভিন্ন ধরনের মিটার
নাম
কাজ
সীসমোগ্রাফ
ভুমিকম্পের গতি ও তীব্রতা মাপার যন্ত্র।
ব্যারোমিটার
বায়ুর গতি মাপার যন্ত্র।
সেক্সট্যান্ট
অক্ষাংশ মাপার যন্ত্র।
ক্রোনোমিটার
সময় মাপার যন্ত্র।
থার্মোমিটার
তাপমাত্রা মাপার যন্ত্র।
ক্যালরিমিটার
তাপ মাপার যন্ত্র।
ল্যাক্টোমিটার
দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্র।
ভেলাডোমিটার
বেগ মাপার যন্ত্র।
স্পিডোমিটার
দ্রুতি মাপার যন্ত্র।
এক্সিলারোমিটার
ত্বরণ মাপার যন্ত্র।
হাইড্রোমিটার
পানির ঘনত্ব মাপার যন্ত্র।
রিখটার স্কেল
ভূমিকম্পের মাত্রা মাপার যন্ত্র।
ওডোমিটার/
Rain
Gauge
বৃষ্টিপাত মাপার যন্ত্র।
টেকোমিটার
উড়োজাহাজের গতি মাপার যন্ত্র।
পাইটোমিটার
জল জাহাজের গতি মাপার যন্ত্র।
এনিমোমিটার
বায়ুর গতি মাপার যন্ত্র।
এটিনোমিটার
শব্দের গতি মাপার যন্ত্র।
ফটোটেলিগ্রাফ
আলোর গতি মাপার যন্ত্র।

0 comments:

Post a Comment

 

About Author

Rank

Support Us

All in One BD Copyright © 2013- All Rights Reserved
Designed by: MohammadFazle Rabbi | Powered by: Blogger Spice