-->

business

0 প্রশাসনিক বিভাগ

রংপুর বিভাগরাজশাহী বিভাগখুলনা বিভাগবরিশাল বিভাগচট্টগ্রাম বিভাগসিলেট বিভাগঢাকা বিভাগএকটি ক্লিকযোগ্য মানচিত্র বাংলাদেশের বিভাগসমূহ দেখাচ্ছে।
বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল
বাংলাদেশ ৭টি প্রশাসনিক বিভাগে বিভক্ত।এগুলো হল: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট এবং রংপুর। প্রতিটি বিভাগে রয়েছে অনেকগুলো জেলা।বাংলাদেশের জেলার সংখ্যা মোট ৬৪টি। জেলার চেয়ে ক্ষুদ্রতর প্রশাসনিক অঞ্চলকে উপজেলা বা থানা বলা হয়।
 সারাদেশে উপজেলা রয়েছে ৪৮৯টিএই থানাগুলো ৪,৪৮৪টি ইউনিয়নে; ৫৯,৯৯০টি মৌজায় এবং ৮৭,৩১৯টি গ্রামে বিভক্ত। বিভাগ, জেলা ও থানা পর্যায়ের প্রশাসনে কোনো নির্বাচিত কর্মকর্তা নেই; সরকার নিযুক্ত প্রশাসকদের অধীনে এসব অঞ্চল পরিচালিত হয়ে থাকে। ইউনিয়ন বা পৌরসভার ওয়ার্ডগুলোতে নির্বাচিত জনপ্রতিনিধিদের উপস্থিতি রয়েছে। ১৯৯৭খ্রিস্টাব্দের আইন অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে মহিলাদের জন্য ২৫ শতাংশ আসন সংরক্ষণ করা হয়। এছাড়া শহরাঞ্চলে ১১টি সিটি কর্পোরেশন (ঢাকা-উত্তর, ঢাকা-দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, গাজীপুর ও কুমিল্লা) এবং ২২৩টি পৌরসভা রয়েছে। এগুলোর সবগুলোতেই জনগণের ভোটেমেয়র ও জনপ্রতিনিধি নির্বাচন করা হয়। রাজধানী ঢাকা বাংলাদেশের বৃহত্তম শহর। অন্যান্য উল্লেখযোগ্য শহরের মধ্যে রয়েছে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট,বরিশাল, কক্সবাজার, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, যশোর, টঙ্গী, গাজীপুর ও নারায়ণগঞ্জ।
বিভাগজনসংখ্যা (২০১১ সাল পর্যন্ত)আয়তন (কিমি)জনসংখ্যা ঘনত্ব
২০১১ (লোক/কিমি)
বৃহত্তম শহর
ঢাকা৪৭,৪২৪,৪১৮৩১,১২০১,৫২৩ঢাকা (৭,০৩৩,০৭৫)
চট্টগ্রাম২৮,৪২৩,০১৯৩৩,৭৭১৮৪১চট্টগ্রাম (২,৫৯২,৪৩৯)
খুলনা১৫,৬৮৭,৭৫৯২২,২৭২৭০৪খুলনা (৬৬৩,৩৪২)
সিলেট৯,৯১০,২১৯১২,৫৯৬৭৮০সিলেট (৪৭৯,৮৩৭)
রাজশাহী১৮,৪৮৪,৮৫৮১৮,১৯৭১,০১৫রাজশাহী (৪৪৯,৭৫৬)
রংপুর১৫,৭৮৭,৭৫৮১৬,৩১৭৯৬০রংপুর (৩৪৩,১২২)
বরিশাল৮,৩২৫,৬৬৬১৩,২৯৭৬২৬বরিশাল (৩২৮,২৭৮)
বাংলাদেশ১৪৪,০৪৩,৬৯৭১৪৭,৫৭০৯৭৬

0 comments:

Post a Comment

 

About Author

Rank

Support Us

All in One BD Copyright © 2013- All Rights Reserved
Designed by: MohammadFazle Rabbi | Powered by: Blogger Spice